Today I will show you Kothay Tumi lyrics this song by Sumon And Alif This song is Bangladeshi song Copyright: Bassbaba Sumon 2014. Enjoy This lyrics And Shere your family friends and social media
Song Credit:
Music Produced by Bassbaba Sumon.
Words & Music: Bassbaba Sumon.
Guitars, Bass & Percussion: Bassbaba Sumon.
Keyboards: Shishir.
Cinematography: Mehedi Rahman Ehab.
Video Editing: Mehedi Rahman Ehab.
Video Direction: Bassbaba Sumon.
Kothay Tumi lyrics In Bangla:
ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর
আসেনা ঘুম আমার যে আর আগের মত,
সপ্ন গুলো ছিটকে পরে ভেঙ্গে চৌচির
অপেক্ষাতে অপেক্ষাতে আমার হাসি।
শীতের রাতে হাটতিশ আর এই ঠান্ডা হাওয়া
হয়না আমার আগের মত কিছুই পাওয়া,
মধ্য রাতে চাপটে ধরে কালো ছায়া
কবিতার সব্দ গুলোর পালিয়ে যাওয়া।
হাতের মুঠোয় তোমার হাতটি খুজি
জ্বরের ভোরে কপালটাতে স্পর্শ খুজি
কান্না ভেজা চোথে কেউ আজ দেয়না রুমাল
সবার জন্য আমি তবু কেউ নয় আমার।
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।
যাচ্ছে চলে সব কিছু অনেক দূরে
যাচ্ছে সময় যাচ্ছে জীবন যাচ্ছে সরে,
শেষ বিকেলের ছবিটাতেও একাই আমি
একা একাই দেখবে আকাশ চোখের পানি।
নতুন রূপে সাজছে যে আজ পূরান অসুখ
আমার কি আর হবেনা দেখা তোমার সে মুখ,
গানটা শেষে আমার চাওয়া একটুখানি
খোলা চোখের শেষ দৃশ্যে তোমার হাসি
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।
Post a Comment