Song is sung by pritam Das by Chander Shohor Lyrics (so) It comes from Shepai Taalpatar. Starring Saurav Sarkar, Samanwaya Biswas, Sourav Guhathakurta, Avishekh Dutta, Anirban are all on this route. In bengal penned by Kritee Roy, Jodi Jao Tumi Chander Sohor Lyrics. Suman Ghosh And Biswajyoti Chakraborty Mixing and Mastering. Take Chander Shohor to Bengali and English Font for the mp3 Lyrics (free of charge).
Song Credits
Song : Chander Shohorvocal, Pads & Rock organ : Pritam Das
Lyrics : Kritee Roy
composition & Direction : Pritam Das
Guitars : Suman Ghosh
Drums : Biswajyoti chakraborty
Bass guitar : Suman Ghosh & Pritam Das
Screenplay : Pritam & Suman
Video editing & vfx : Suman Ghosh
Label : Taalpatar Shepai
Chander Shohor Song Lyrics Bengali
যদি যাও তুমি চাঁদের শহরআমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবি টুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা’য়ে চুমুকে
তর্কের দাবানল।
যদি জানো তুমি চাবির হদিস
চলো পালাবো খুব ভোরে,
নবাগত কোনো পথের কোলাজে
অনাবিষ্কৃত ম্যাপ ধরে।
বেঁচে থাকাটুকু ঘাড়ে ধরে যারা
দিচ্ছে করে নিলাম,
আজ যেতে যেতে তাদেরকেই
অপহরণে সায় দিলাম।
চিঠি না লিখেই বেরিয়ে পড়ি চলো
পাখিদের গান গাই,
দমবন্ধ জীবনটাকে তুমি
করে রেখে যেও দায়ী।
রূটিনের নেশা কাটিয়ে
চলো খুঁজি সেই মধুমাস,
তুমি কম্পাসে চোখ রাখো আর
আমি হবু কলম্বাস ..
যদি যাও তুমি চাঁদের শহর
আমাকেও সাথে নিও,
অজানার দিকে যে পথ লুকোনো
তার চাবিটুকু খুঁজে দিও।
থোড় বড়ি খাড়া ধারাপাতে
প্রতিদিনই সাধারণ,
মাঝে শুধু চা’য়ে চুমুকে
তর্কের দাবানল।
চাঁদের শহর লিরিক্স ক্রতি রায়
Jodi jao tumi chander shohor
Amakeo sathe niyo
Ojanar dike je poth lukono
Tar chabi tuku khunje diyo
Thor bori khara dharapate
Protidini sadharon
Majhe shudhu chaye chumuke
Torker dabanol
Jodi jano tumi chabir hodis
Cholo palabo khub bhore
Nobagoto kono pother colaje
Onabiskrito map dhore
Thanks for staying with us for a long time and visiting Chander Shohor Lyrics article. If you have any confusion or question about the Chander Shohor Lyrics, Just comment on the box. We reply as soon as possible with the correct answer.
Post a Comment