Onnyo Bhorer Golpo (অন্য ভোরের গল্প)

Singer | Lopamudra Mitra |
Onnyo Bhorer Golpo Song is Sung by Lopamudra Mitra. Music Composed by Ashu Chakraborty. Song Programming by Debasish Shom And Ashu Chakraborty. Onno Bhorer Golpo Lyrics Written by Rajib Chakraborty. Song Recording, Mix And Master by Soumen Paul.
Song: Onnyo Bhorer Golpo
Singer: Lopamudra Mitra
Music: Ashu Chakraborty
Lyrics: Rajib Chakraborty
Flute: Soumyajyoti Ghosh
Theme Director: Rupak Basu
Dop: Subhadeep Bag
Edit: Hiranmay Biswas
Special Thanks: Prosenjit Dey
Song: Onnyo Bhorer Golpo
Singer: Lopamudra Mitra
Music: Ashu Chakraborty
Lyrics: Rajib Chakraborty
Flute: Soumyajyoti Ghosh
Theme Director: Rupak Basu
Dop: Subhadeep Bag
Edit: Hiranmay Biswas
Special Thanks: Prosenjit Dey
Onnyo Bhorer Golpo Song Lyrics In Bengali
আমরা যারা এই এখনোঅন্য ভোরের গল্প করি,
দুঃখের স্রোতে নৌকো ভাসাই
ঝড়ের সাথেই পাঞ্জা লড়ি।
আমরা যারা আলোর কাঙাল
সকাল খুঁজি চার-প্রহরে,
জোছনা আজও দাপিয়ে বেড়ায়
রাত থৈ থৈ সুখের ঘরে।
আমরা যারা এই অবেলায়
উড়িয়ে দিলাম আলোর পাখি,
এই আঁধারে বুক বেঁধে আজ
স্বপ্ন দেখার সাহস রাখি।
অসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়ঃ
মৃত্যর্মা অমৃতমঃ গময়ঃ শান্তি শান্তি ওম,
শান্তি শান্তি ওম।
চোখ ধুয়ে নি তারার আলোয়
জাগিয়ে রাখি বুকের ক্ষত,
সাঁতরে উজান পার হয়ে যাই
রক্ত ক্ষরণ হোক না যত।
এক পৃথিবী ভোর হয়ে যায়
না পাওয়া রং উঠোন জুড়ে,
আলোর বৃষ্টি কুড়িয়ে ফিরি
ভৈরবী সুর সে রোদ্দুরে..
আমরা যারা এই অবেলায়
উড়িয়ে দিলাম আলোর পাখি,
এই আঁধারে বুক বেঁধে আজ
স্বপ্ন দেখার সাহস রাখি।
অসতো মা সদগময়, তমসো মা জ্যোতির্গময়ঃ
মৃত্যর্মা অমৃতমঃ গময়ঃ শান্তি শান্তি ওম,
শান্তি শান্তি ওম..
অন্য ভোরের গল্প লিরিক্স লোপামুদ্রা মিত্র
Amra jara ei ekhonoOnno bhorer golpo kori
Dukkher srote nouko vasai
Jhorer sathei panjja lori
Amra jara ei obelay
Uriye dilam aalor pakhi
Ei andhare buk bendhe aaj
Shopno dekhar sahos rakhi
Post a Comment